-
গরীব, প্রতিবন্ধী, শিশুদের অপহরণ বা প্রলোভন:
-
গ্রামাঞ্চল বা শহরের বস্তি থেকে গরীব শিশু বা অসহায় মানুষদের তুলে আনা হয়।
-
অনেকক্ষেত্রে অপহরণ করে বা কাজের প্রতিশ্রুতি দিয়ে এনে ভিক্ষা করানো হয়।
-
-
শারীরিক নির্যাতন ও অঙ্গচ্ছেদ:
-
দুঃখজনক হলেও সত্য, কিছু ক্ষেত্রে শরীরে আঘাত করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় যাতে সহানুভূতি বাড়ে।
-
এইভাবে তাদের ব্যবহার করে বেশি অর্থ আদায় করা যায়।
-
-
“ভিক্ষার স্লট” বা জায়গা নিয়ন্ত্রণ:
-
ট্রেন স্টেশন, ট্রাফিক সিগনাল, মন্দির, বাজার— এসব জায়গায় কারা বসবে, সেটা মাফিয়ারা ঠিক করে।
-
প্রতিদিনের আয়ের একটা অংশ মাফিয়াকে দিতে হয়।
-
-
ভিক্ষুকদের ‘টাকা তুলে’ দেওয়া:
-
যে টাকা ভিক্ষুকরা পান, তার বড় একটা অংশ তারা রাখতে পারে না।
-
গ্যাং লিডার বা মাফিয়া সেটি নিয়ে যায়।
-
-
পুলিশ বা লোকাল প্রশাসনের সাথে আঁতাত:
-
কিছুক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত প্রশাসনের সহায়তায় তারা এই কাজ চালিয়ে যেতে পারে।
-
ভারতবর্ষের ভিক্ষুক মাফিয়া কিভাবে তাদের সাম্রাজ্য চালাচ্ছে
Leave a Comment