গন অভিযোগের ভিত্তিত্বে অবশেষে দলবল নিয়ে অভিযানে নেমে পাথারকান্দির দোহালিয়া সংরক্ষিত বনাঞ্চলের ভিতর অবৈধ ভাবে নির্মিত একটি বসত ঘর ভেঙ্গে গুড়িয়ে দিলেন স্থানীয় বন বিভাগের কর্মীরা।জানা গেছে সম্প্রতি দোহালিয়া ফরেষ্ট রেঞ্জের সলগই বিট এলাকার পেঁচারঘাট সংরক্ষিত বনাঞ্চলে বহিরাগত এক ব্যক্তি বেশ কিছু বনভুমি বেদখল করে তাতে পান জুম স্থাপন সহ একটি বসত ঘর তৈরী করে বসবাস করতে শুরু করে।এমন খবর পেয়ে বুধবার স্থানীয় ফরেস্ট রেঞ্জের রেঞ্জ অফিসার প্রণব কলিতার নেতৃত্বে ডেপুটি রেঞ্জার প্রদীপ বারৈ সলগই বিট অফিসার মাকসুদ আহমেদ বনকর্মী দিলোয়ার হোসেন সহ প্রটেকশন টিমের কর্মীরা অকুস্থলে পৌছে সদ্য নির্মিত ঘরটি ভেঙ্গে গুড়িয়ে দেন।তবে এতে কোন ধরপাকড়ের খবর নেই।উক্ত অবৈধ নির্মান কাজে জড়িত ব্যক্তিকে স্থানীয় এক নেতা নাকি পরোক্ষ ভাবে মদত দিয়ে ছিলেন বলে অভিযোগ উঠেছে।উক্ত বনাঞ্চলের ভিতর বর্তমানে আরও কিছু ভুমাফিয়া সহ কাঠ মাফিয়ারা সক্রিয় বলে খবর পাওয়া গেছে।সমুহ অভিযোগ নিয়ে রেঞ্জকর্তাকে প্রশ্ন করলে তিনি জানান যে সবকটি অভিযোগ সত্য নয়।তবে প্রাপ্ত অভিযোগগুলো খতিয়ে দেখে শীঘ্রই ব্যবস্থা গ্রহন করা হবে।বনাঞ্চল বেদখলকারিদের কিছুতেই রেয়াত করবে না বন বিভাগ।এ ব্যাপারে তিনি এলাকার পরিবেশপ্রেমী জনগনের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন।
Excellent article with clear, useful information. I’m impressed by
the consistent quality of content on this website.