মঠ চৌমুনী এলাকায় তিন সাংবাদিক কে হেনস্তার প্রতিবাদ জানিয়ে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এক প্রতিনিধির দল পুলিশের মহানির্দেশকের নিকট দেখা করেছিলেন এবং দোষীদের আটক করে শাস্তি প্রদানের আর্জি জানিয়ে ছিলেন। পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার নজরে ঘটনাটি আসলে তিনি সাথে সাথে, এ ব্যাপারে কড়া বার্তা দেয় এবং অপরাধীদের যেভাবেই হোক গ্রেফতারের নির্দেশ দেন পুলিশকে। মুখ্যমন্ত্রী নির্দেশ মুলে এই তিন বিজেপি যুবমোর্চা নামধারী আক্রমণকারীদের আটক করে পূর্ব থানার পুলিশ। তাদের নাম সৌরভ ভট্টাচার্য, সুকান্ত দেবনাথ ও আকাশ বণিক। এই ধরনের কর্মীদের জন্য বিজেপি সরকারের নাম কালিমালিপ্ত হচ্ছে প্রতিনিয়ত। এখন নিজের চেহেরা লজ্জায় নামিয়ে রেখেছেন। দেখুন এই সেই তিন জন যুব মোর্চা নামধারী আক্রমণকারীদের। তাদের নাম আবারো বলছি -সৌরভ ভট্টাচার্য, সুকান্ত দেবনাথ ও আকাশ বণিক। কি বলছেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায় একবার শুনে নেব –