অভাবের তারনায় উত্তর ত্রিপুরার পেচারথল মাছমারা এলাকা থেকে আগরতলার লেক চৌমূহনী বাজারে সবজি বিক্রি করতে আসে সুনাবী চাকমা নামে এক মহিলা ও তার স্বামী।। লেকচৌমূহনী বাজারে বেবসার কারণে ওই এলাকায়ই ভাড়া থাকতো সুনাবী চাকমা ও তার স্বামী ।।। আগরতলা অভয়নগর পোস্ট অফিস সংলগ্ন এলাকার বখাটে যুবক কিরন দেববর্মার কুনজর পরে সুনাবী চাকমার উপর।। যখন শুনবি চাকমার স্বামী তনয়া চাকমা বাড়িতে অনুপস্থিত থাকতেন তখন বখাটে যুবক কিরন দেববর্মা তার সঙ্গপাঙ্গ দের নিয়ে হাজি হত ঐ মহিলার বাড়িতে।। এবং মহিলার শরীরের বিভিন্ন আপত্তিকর জায়গায় স্পর্শ করতো যখন সুনাবি চাকমা বাধা দিতেন তখন তাকে প্রানে মেরে ফেলার হুমকি দিত কিরন দেববর্মা ও তার সাঙ্গপাঙ্গরা । এমনকি পুলিশকে এই ব্যাপারে জানালে তার স্বামীকে খুন করবে বলেও হুমকি ধমকি অভিযুক্তরা। ভয়ে এই শারীরিক নির্যাতন এতো দিন সহ্য করে আসছিলো এই মহিলা।। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখন পশ্চিম থানার দ্বারস্থ হয় ঐ দম্পতি এবং মামলা দায়ের করেন লম্পট কিরণ দেববর্মার বিরুদ্ধে।। মামলা হাতে পেয়েই সঙ্গে সঙ্গে কুলাঙ্গার কিরন দেববর্মাকে কে জালে তুলে আনে পশ্চিম থানার পুলিশ।।