বাংলাদেশে হিন্দু এবং বুদ্ধ ধর্মালম্বীদের উপর যে ধরনের বর্বর রচিত আক্রমণ সংঘটিত করছে। তারই প্রতিবাদে চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আস্তাবল ময়দান থেকে এক বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। -বিগত বেশ কিছুদিন ধরেই আমাদের প্রতিবেশী বাংলাদেশে অশান্ত পরিবেশ চলছে।। বিশেষ করে যেভাবে বাংলাদেশে এই সময়ের মধ্যে সংখ্যালঘু হিন্দু এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে, তা নিতান্তই আতঙ্কের এবং উদ্বেগের। এবার হিংসা ছড়াল বাংলাদেশের পাহাড়ি এলাকায়। সংঘর্ষে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তার মধ্যে ৬ থেকে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। পাড়ায় পাড়ায় চলছে অগ্নিসংযোগ। পার্বত্য এলাকার তিন জেলায় ১৪৪ ধারা জারি করেছে ইউনুস সরকার। এই জায়গায় দাঁড়িয়ে প্রায় প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বাংলাদেশের চলমান পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো অব্যাহত। এরই অঙ্গ হিসেবে আজ রাজধানী আগরতলায় চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। এই বিক্ষোভ মিছিলটি আস্তাবল ময়দান থেকে শুরু হয়ে শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে। গোটা কর্মসূচি সম্পর্কে আয়োজকদের তরফ থেকে সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে দাবি করা হয় যেভাবে বাংলাদেশে হিন্দু সহ বিভিন্ন সংখ্যালঘু ধর্মাবলম্বীদের উপর আক্রমণ করা হচ্ছে তা সভ্যতার পরিপন্থী। এই জায়গায় দাঁড়িয়ে অনতিবিলম্বে বাংলাদেশের শান্তির পরিবেশ বা পরিস্থিতি ফিরে আসুক, সবাই পূর্বের মতো শান্তিতে থাকুক এই আহবানে আজকের এই কর্মসূচি বলে দাবি করা হয়েছে।।
পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আজকের এই কর্মসূচিতে ব্যাপক সংখ্যায় উপস্থিতি পরিলক্ষিত হয়।
বাংলাদেশে হিন্দু এবং বুদ্ধ ধর্মালম্বীদের উপর যে ধরনের বর্বর রচিত আক্রমণ সংঘটিত
Leave a Comment