শনিবার এক মর্মান্তিক পথ দূর্ঘটনা সংঘটিত হল ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার ধর্মনগর- কৈলাসহর সড়কের কালিকাপুর এলাকায়।পাথর বোঝাই ট্রিপার ও হাই স্পিড অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রান হারালো বারো বছরের এক নাবালিকা।আহত তিন যাত্রী সহ হাই স্পিড অটো চালক।আহতরা সকলেই আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।পলাতক ট্রিপার গাড়ির চালক।জানা গেছে,এদিন দুপুরে TR02C/2181 নম্বরের হাই স্পিড অটো চেপে ঊনকোটি জেলার কৈলাসহর থেকে চারজন যাত্রী ধর্মনগর রেল স্টেশনের উদ্যেশ্য আসছিলেন।ধর্মনগর -কৈলাসহর সড়কের কালিকাপুর এলাকায় আসার পর হাই স্পিড অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা TR05G/1504 নম্বরের পাথর বোঝাই ট্রিপার গাড়ির সাথে গিয়ে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।সাথে সাথে দুমড়ে মুছড়ে যায় হাই স্পিড অটোটি।ঘটনা প্রত্যক্ষ করে প্রতক্ষ্যদর্শীরা ধর্মনগর দমকল অফিসে খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সংজ্ঞাহীন অবস্থায় রক্তাপ্লুত পাঁচ জনকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিহিকা বর্মন নামের(১২) নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন।সাথে অপর চারজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা শুরু করা হয়।তবে আহতদের মাঝে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।জানা গেছে,আহতরা হলেন ভাগ্য লক্ষী বর্মন(৫০),তার ছেলে নয়ন বর্মন (৯),তার বড় বোন মীরা বর্মন (৫৫)।সাথে আহত অটো চালক হেমন্ত দেবনাথ (৫৭)।বাড়ি কৈলাসহরের গৌর নগর এলাকায়।জানা গেছে,মৃত নাবালিকা ভাগ্য লক্ষী বর্মনের মেয়ে।ভাগ্য লক্ষীর বড় বোন মীরা বর্মন কৈলাসহর আকাশবাণীতে কর্মরত থাকায় আসামের শিলচরের ডলুগাও বাড়ি থেকে ভাগ্য লক্ষী স্বপরিবারে বোনের কাছে কৈলাসহরে বেড়াতে এসেছিলেন।আর এদিন শিলচরের ট্রেন ধরতে হাই স্পিড অটো করে বাড়ি ফেরার কথা ছিল।অপরদিকে পথ দূর্ঘটনা সংঘটিত হবার পর ট্রিপার গাড়িটি ফেলে চালক পালিয়ে যায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশও।সাথে একটি পথ দূর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।গোটা ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।