গোপন খবরের ভিত্তিতে বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে বসে থাকা ৬ জন অপরিচিত সন্দেহ ভাজন লোককে আটক করে বিলোনিয়া থানার পুলিশ!
এদের মধ্যে দুজন মহিলা চারজন পুরুষ! সাত জন থাকলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়!!!
এই ছয়জনের মধ্যে ছয় জনই হিন্দু সনাতনী। এদের মধ্যে দুজন মহিলা এবং দুজন পুরুষ মিলে চারজন পশ্চিমবঙ্গের বাসিন্দা দুজন বাংলাদেশি নাগরিক। পুলিশ জানিয়েছে তাদের কাছে কোন ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে ছয় জনই পরশুরাম হয়ে আমজাদ নগর সীমান্ত দিয়ে আদম বেপারীদের ৩৯ হাজার টাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসে। কিন্তু এখানে তাদের কোন থাকার জায়গা না থাকাতে তারা বিদ্যাপী ঠ মিনিস্টেডিয়ামে রাতের বেলায় আশ্রয় নেয়। আজ সকালে পশ্চিমবঙ্গের মায়াপুরে উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। আটক ছয় জনের নাম হলো প্রান্তোষ চন্দ্র সূত্রধর ও শুভ দাস তাদের বাড়ি বাংলাদেশে , প্রিয়ঙ্কা দাস , ভূপাল বাউরী , প্রেমানন্দ গোস্বামী ও মাধবী তাদের বাড়ি পশ্চিমবঙ্গে । বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দে জানান তাদের জিজ্ঞাসাবাদ চলছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইপিপি এক্ট এ মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে যার কেস নম্বর হলো বিলোনিয়া থানা ৩৩/২৫। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো গত এক মাসের মধ্যে অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্তের কাঁটাতার ডিঙিয়ে আমজাদ নগর এলাকা দিয়ে ২১ জনেরও বেশি বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করলেও সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা সীমান্ত রক্ষী বাহিনী কিছুই জানতে পারল না। সীমান্ত রক্ষী বাহিনীর হাতে সীমান্ত এবং দেশ কতটা সুরক্ষিত এই নিয়েও উঠছে প্রশ্ন। এছাড়া লক্ষ লক্ষ টাকার বেতনভোগী গোয়েন্দা বাহিনীর ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন