তিন দিন ধরে তালাবন্ধ সিঙ্গিরবিল উপ-স্বাস্থ্য কেন্দ্র, দপ্তরের নীরবতায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী
কৈলাসহর, ৩০ এপ্রিল:
স্বাস্থ্য দপ্তরের এক বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সিঙ্গিরবিল এডিসি ভিলেজ। সেখানকার উপ-স্বাস্থ্য কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের সরকারি সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে গ্রামবাসীরা গত ২৮ এপ্রিল থেকে কেন্দ্রটি তালাবদ্ধ করে রেখেছেন। কিন্তু তিন দিন কেটে গেলেও এখনো পর্যন্ত দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রশাসনিক উদাসীনতায় গ্রামবাসীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
চন্ডীপুর ব্লকের অন্তর্গত সিঙ্গিরবিল এডিসি ভিলেজে প্রায় ৪৫০টিরও বেশি পরিবার বাস করে। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে এই এলাকার মানুষজন এখানকার উপ-স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা পরিষেবা পেয়ে আসছেন। এমনকি দশরাম পাড়া নামের একটি প্রত্যন্ত গ্রাম থেকেও প্রায় ১২ কিমি দূরত্ব অতিক্রম করে এখানেই চিকিৎসা নিতে আসতেন স্থানীয় বাসিন্দারা।
তবে স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক নির্দেশে জানানো হয়েছে, সিঙ্গিরবিল উপ-স্বাস্থ্য কেন্দ্রটি সরিয়ে ফুলতলী গ্রাম পঞ্চায়েতের আইপিএইচএস ভবনে স্থানান্তর করা হবে, যা দশরাম পাড়ার মতো এলাকাবাসীর জন্য প্রায় ১৭ কিমি দূরে। এই সিদ্ধান্তে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ২৮ এপ্রিল তালা ঝুলিয়ে দেন স্বাস্থ্যকেন্দ্রে এবং ৩০ এপ্রিল বুধবার দুপুরে মহিলাসহ বহু গ্রামবাসী বিক্ষোভ দেখান।
বিক্ষোভরত মহিলারা বলেন, “দূরবর্তী এলাকার মানুষজনের পক্ষে এতদূর গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব নয়। যদি সরাতেই হয়, তবে দশরাম পাড়ায় সরিয়ে দিন, নইলে এখানেই রাখুন। নইলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো।”
এ ব্যাপারে গ্রামবাসীরা ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিতভাবে জানিয়েছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
তাদের দাবী, যতদিন না স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সদুত্তর আসবে, ততদিন স্বাস্থ্য কেন্দ্র তালাবদ্ধই থাকবে।