সুষ্ঠু বিচারের দাবিতে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করে বিশালগড় মহকুমা শাসক অফিসে DCM নিকট দ্বারস্থ অসহায় বৃদ্ধা মা মঙ্গলবার দুপুরে। জানাযায় পূর্ব লক্ষীবিল কর্মকার পাড়া এলাকার সাবিত্রী দাসের সমস্ত সম্পত্তি দুই ছেলে সুব্রত দাস ও টুটন দাসের নামে কাগজপত্রে নাম করে দেওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে। বিগত ১৫ দিন পূর্বে সাপিত্রী দাসকে উপর তার ছেলে সুব্রত দাস মারধর করে বলে বাড়ি থেকে দাস চলে যায়। দীর্ঘ ১৫ দিন পরে বিশালগড় থানায় এসে অভিযোগ করে মঙ্গলবার বিকেলে বিশালগড় মহকুমা অফিসের ডিসিএম প্রসেনজিৎ দাসের নিকট অভিযোগ দায়ের করে .