স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ আগরতলা প্রেস ক্লাবে এক সাড়া জাগানো রক্তদান শিবির আয়োজন করা হয়। এ রক্তদান শিবির আয়োজন ঘিরে শুরু থেকেই আয়োজকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় এবং বিশেষ করে রক্তদাতাদের তৎপরতা ছিল চোখে পড়ার মত।রক্তদান কর্মসূচি সম্পর্কিত বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে আয়োজকদের তরফ থেকে দাবি করা হয় যেহেতু দুর্গাপূজার সময়ে বিভিন্ন ক্লাব বা সামাজিক সংস্থাগুলো পুজো আয়োজন নিয়ে ব্যস্ত থাকে তাই তারা সিদ্ধান্ত গ্রহণ সাপেক্ষে পূজার প্রাক মুহূর্তে এই রক্তদান শিবির আয়োজন করে থাকেন। পাশাপাশি এটাও জানানো হয়েছে এটা ক্যালেন্ডার কর্মসূচির অঙ্গ হিসেবে এই রক্তদান শিবির তারা করে থাকেন। আজকের শিবির প্রসঙ্গে আয়োজকদের বক্তব্য হচ্ছে 50 জনের উপরে রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করছেন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উদ্যোগে রক্তদান আগরতলায় 28.09.2024
Leave a Comment