
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল মোহনপুর বাসীর। অবশেষে পথ চলা শুরু করল সাব-ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সিভিল জজের কার্যালয়। শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নতুন এই আদালত ভবনের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি দপ্তরের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রতনলাল নাথ এবং বিভিন্ন স্তরের আইন বিশেষজ্ঞরা।
নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, “আজকের দিনটা মোহনপুরের জন্য ঐতিহাসিক। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী সমস্ত পরিকাঠামোগত কাজ সম্পন্ন করে এই আদালত তৈরি করা হয়েছে। আগামী দিনে এটি রাজ্যের জন্য একটি মডেল কোর্টে পরিণত হবে।”
তিনি আরও দাবি করেন, বর্তমান সরকার সার্বিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছে এবং মানুষ নিজের অভিজ্ঞতায় তা উপলব্ধি করতে পারছেন। পাশাপাশি তিনি আহ্বান জানান—আইন পেশার সঙ্গে যুক্ত সকলকে যেন বিচারে কোনো ধরনের বিলম্ব না হয়, সে বিষয়ে যত্নবান হতে হবে।
নতুন আদালত চালুর ফলে মোহনপুর মহকুমা এলাকার মানুষকে আর দূরে যেতে হবে না। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর মাধ্যমে বিচারপ্রার্থীরা অনেকটাই স্বস্তি পাবেন।