রাজ্যের প্রয়াত শহীদ সাংবাদিক শান্তনু ভৌমিকের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রাজধানী আগরতলার রবীন্দ্র ভবনের সামনে প্রদীপ প্রজ্জ্বলন সহ সাংবাদিকের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন স্তরের সাংবাদিকরা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ উপস্থিত হয়ে শান্তনু ভৌমিকের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার পাশাপাশি দীর্ঘ সাত বছর পেরিয়ে গেলেও কেন সান্তনু ভূমিকের হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করা যায়নি সেই বিষয়ে সম্মিলিতভাবে প্রশ্ন তোলেন।এদিকে গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার সাংবাদিক প্রণব সরকার দাবি করেছেন প্রথম থেকেই রাজ্যের সাংবাদিকরা শান্তনু ভৌমিকের হত্যাকান্ডের প্রতিবাদের সরব হচ্ছেন এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। শ্রী সরকার দাবি করেছেন এই সময়ের মধ্যে একাধিকবার কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার এমনকি রাজ্যপালের কাছে সাংবাদিক শান্তনু ভৌমিক সহ খুন হয়ে যাওয়া অপসংবাদিক সুদীপ দত্ত ভূমিকের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বারবার অভিযান সংঘটিত করা হচ্ছে কিন্তু কোনভাবেই ভূমিকা গ্রহণ করা হচ্ছে না। এই ব্যাপারে আজ রাজ্যের সাংবাদিকদের তরফ থেকে আরো একবার দাবী করা হয়, যতদিন পর্যন্ত না শান্তনু ভৌমিক সহ সুদীপ্ত ভৌমিকের খুনিদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে ততদিন পর্যন্ত বিভিন্ন প্রকারের কর্মসূচিসহ অভিযান অব্যাহত থাকবে