করিৎকর্মা চিকিৎসকের ভুল চিকিৎসা ও হাসপাতালের দূঃব্যাবহারের স্বীকার এক স্কুল ছাত্রী সহ তার অভিভাবক! ঘটনা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে শুক্রবার রাতে।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার তেলিয়ামুড়া নেতাজী নগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী ব্যাথা পেয়ে কান্না করতে করতে শাস কষ্ট শুরু হয়। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যক্ষ করে ছাত্রীর অভিভাবকদের খবর দেন এবং নিজেরাই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।
*ছাত্রীর অভিভাবকদের অভিযোগ,তাদের মেয়ের যে সমস্যার জন্য হাসপাতালে আনা হয়েছিল তার কোন চিকিৎসা না করে উল্টো ভুল চিকিৎসা করা হয়েছে। তারা আরও অভিযোগ করে জানান, ডিউটি তে থাকা চিকিৎসক ডাক্তার অজয় হালাম, অভিভাবক দের সাথে খারাপ ব্যাবহার করে এবং উনার মেয়ে’কে পাগল বলেছেন।
* গোটা ঘটনা’কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।