মারন নেশা ড্রাগস বিক্রি এবং নেশা দ্রব্য ব্যবহার কারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকায় মঙ্গলবার দুপুর নাগাদ । দীর্ঘদিন যাবৎ এলাকার এক বাড়িতে সাগর নামে এক যুবক ড্রাগস বিক্রি করে আসছিল। এর আগেও এলাকার জনগন মিলে বাধাদান করলেও কোন প্রকারে বন্ধ হচ্ছিল না এই নেশা কারবার। মঙ্গল বার এলাকার মানুষ দুই যুবককে নেশা দ্রব্য ক্রয় করতে আসলে হাতে নাতে পাকড়াও করে। শেষে তেলিয়ামুড়া থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । এদিকে এলাকবাসী অভিযোগ করে জানায় অনেক বার এলাকায় বাসিন্দারা বাধাদান করলে অভিযুক্ত সাগরের পরিবারের সদস্যরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে মানুষকে ভয় দেখাতে থাকে। এলাকাবাসী আরও অভিযোগ করে বলে পুলিশের হাতে তুলে দিলেও কাজের কাজ কিছু হয়না।এখন দেখার পুলিশ কি পদক্ষেপ গ্রহন করে।