বিহার নির্বাচনে জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার মাধ্যমে ভোট চুরির অভিযোগে সরব হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল অনুষ্ঠিত হচ্ছে প্রতিনিয়ত । তারই অংশ হিসেবে আজ তেলিয়ামুড়ায় জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা আয়োজন করা হয়।
তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ পর্যন্ত অম্পি চৌমুহনী এলাকায় এসে পথসভায় পরিণত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, তেলিয়ামুড়া জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, জেলা যুব কংগ্রেস সভাপতি শংকর পাল, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শব্দকুমার জমাতিয়া, প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য, তেলিয়ামুড়া ব্লক প্রেসিডেন্ট অতনু পাল, কংগ্রেস নেতা প্রেমাংশু রায় সহ জেলা ও ব্লক নেতৃত্বরা। মিছিল থেকে আওয়াজ ওঠে— “ভোট চুর, গদি ছোড়”, “ভোট চুর মোদী ধিক্কার” ইত্যাদি স্লোগান। নেতৃবৃন্দের অভিযোগ, ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে নাম মুছে ফেলে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে সর্বস্তরে কংগ্রেস রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।
তেলিয়ামুড়ায় আওয়াজ উঠলো — “ভোট চোর, গদ্দি ছোড়”
Leave a Comment