চৈত্র সেলের আমেজে ভাটা! মন্দার ছায়া তেলিয়ামুড়া বাজারে!!
নববর্ষের আগমনের ঠিক আগে প্রতিটি বছরের মতো এবারও চৈত্র সেল ঘিরে রাজ্যের বিভিন্ন বাজারে জমজমাট পরিবেশ প্রত্যাশিত ছিল। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। তেলিয়ামুড়া বাজার, যা বরাবরই উৎসবমুখর ভিড় ও বেচাকেনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, সেখানে এবার যেন সেলের রঙটাই ফিকে।
বাজার ঘুরে দেখা গেছে, অন্যান্য বছরের তুলনায় এ বছর বেচাবিক্রিতে লক্ষণীয় ভাটা পড়েছে। বিশেষ করে কাপড়ের দোকানগুলিতে ক্রেতার অভাব স্পষ্ট। দোকানদারদের একাংশ জানাচ্ছেন, মূল্য হ্রাস করে নানা অফার দেওয়া সত্ত্বেও বিক্রি আশানুরূপ হচ্ছে না।
ব্যবসায়ীদের অভিমত, একদিকে যেমন হাতে নগদ টাকার সংকট, অন্যদিকে অনলাইন কেনাকাটার প্রসার—এই দুই-ই বাজারে মন্দার মূল কারণ হিসেবে কাজ করছে। অনেকেই আশঙ্কা করছেন, দীর্ঘদিন ধরে রেগার মজুরি না পাওয়ায় সাধারণ মানুষের হাতে খরচ করার মতো অর্থের জোগান নেই।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “সকাল থেকে রাত পর্যন্ত দোকানে বসে থাকি, অথচ অন্যান্য বছরের মতো দূরদূরান্ত থেকে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে না। এই পরিস্থিতি উদ্বেগজনক।”
এদিকে, নববর্ষ আর মাত্র দু’দিন দূরে। তবুও বাজারে নেই সেই চেনা কোলাহল, নেই উৎসবের উত্তাপ। ফলে ব্যবসায়ীরা একরকম হতাশ হয়েই বলছেন—”এবার তেলিয়ামুড়ার চৈত্র সেল জমলো না।”