খাকি উর্দির ক্ষমতা দেখিয়ে এক অসহায় গাড়ি চালককে মারধোর করল টিএসআর জোওয়ান
খাকি উর্দির ক্ষমতা দেখিয়ে এক অসহায় গাড়ি চালককে মারধোর করল টিএসআর। ঘটনা লেম্বুতলী এলাকায়। পরবর্তী সময়ে সেই যুবক মধুপুর থানায় অভিযুক্ত টিএসআর বিরুদ্ধে মামলা দায়ের করলেন। ঘটনার বিবরণে প্রকাশ রবিবার গভীর রাতে আগরতলা থেকে ধনছড়ি এলাকার এক গাড়ি চালক যার নাম সংগ্রাম দাস শ্রমিকদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে আসছিল। এমন সময় লেম্বুতুলি এলাকায় আসতেই তার সেই মারুতি গাড়িটি আচমকা রাস্তার মধ্যে বন্ধ হয়ে যায়। যার নম্বর TR-01BG 0489 মুহূর্তের মধ্যেই গাড়ি চালক সংগ্রাম দাস এবং অন্যান্য শ্রমিকরা গাড়িটিকে সাইড করার জন্য চেষ্টা করেছিল। এমন সময় পেছন দিক থেকে আসা টিএসআর বুঝাই একটি গাড়ি যারা নম্বর TR-01C1194 কয়েকজন টিএসআর গাড়ি থেকে নেমে চালক সংগ্রাম দাসের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার গাড়ির মধ্যে বিভিন্ন জায়গায় লাঠি দিয়ে নষ্ট করে দেয়। এমন সময় সংগ্রাম দাস জিজ্ঞেস করতেই তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে কয়েকজন টিএসআর এবং তার মুখে চোখের গোড়ায় পাশাপাশি মাথায় প্রচন্ডভাবে আঘাত করে। টিএসআরের বক্তব্য কেন রাস্তার মধ্যে গাড়িটি ছিল। কিন্তু সেই চালক জানান আচমকা বন্ধ হয়ে গেছে সরিয়ে নিচ্ছি কিন্তু সেই সুযোগটুকু দেইনি। পরবর্তী সময়ে সেই যুবক তার শ্রমিকদের নিয়ে এসে মধুপুর থানায় গাড়ির নম্বর দিয়ে মামলা দায়ের করেন। তার অভিযোগ প্রায় সময়ই টিএসআর এবং পুলিশ সাধারণ জনগণের উপর অন্যায় ভাবে আঘাত করে যাচ্ছে। আমি শ্রমিক নিয়ে আসছিলাম কেন আমাকে টিএসআর মারধোর করলো তার বিচার চাই। আমরা শ্রমিক বলে আমাদের কোন দাম নেই এই সমাজে। প্রয়োজনে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট সেই নালিশ জানানো হবে বলেও জানান গাড়ি চালক সংগ্রাম দাস। পরে সংগ্রাম দাসকে মধুপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়