শান্তিরবাজারে প্রজাপিতা ব্রম্রাকুমারির রক্তদান শিবির
নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৫ আগস্ট : প্রজাপিতা ব্রম্রাকুমারি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্দ্যোগে সারা ভারতবর্ষব্যাপী ১ লক্ষ ইউনিটের বেশি রক্ত সংগ্রহের অভিযান চলছে। ভারতের পাশাপাশি নেপালে ভাই বোনেরাও এই কর্মসূচীতে রক্তদান করছে বলে জানা যায়। এই রক্তদান কর্মসূচী করার মূল উদ্দ্যেশ্যে ২৫ শে আগষ্ট প্রজাপিতা ব্রম্রা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের চীফ দাদী প্রকাশমনির ১৮ তম স্মৃতি দিবস। তাই উনার স্মৃতিদিবসকে কেন্দ্রকরে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন । গত ১৭ আগষ্ট দিল্লীতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর হাতধরে এই রক্তদান কর্মসূচীর শুভ সূচনা করাহয়। সোমবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে শান্তিরবাজারে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, প্রজাপিতা ব্রম্রা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যায়ের উদয়পুরের ইনচার্জ বিকে প্রজ্ঞা, শান্তিরবাজারের ইনচার্জ বিকে বিজয়া সহ অন্যান্যরা। রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সত্যব্রত সাহা জানান রক্তদান মহৎ দান। রক্তের কোনো বিকল্প নেই। তাই একজন মুমূর্ষু রোগীকে রক্তদানের মাধ্যমে জীবনদান করার মতো মহৎ কাজে সকলে এগিয়ে আসতে হবে। শান্তিরবাজারে প্রজাপিতা ব্রম্রাকুমারির উদ্দ্যেগে রক্তদান শিবিরের আয়োজন করাতে উনাদের বিশেষ ধন্যবাদ জানান তিনি, পাপাশি যারা আজকের দিনে রক্তদানে এগিয়ে আসেন তাদেরকেও ধন্যবাদ জানান সত্যব্রত সাহা। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে সকলের উপস্থিতিতে আজকের এই রক্তদান শিবিরের শূভ সূচনা হয়। আজকের এই রক্তদান শিবিরে মোট ১০ জন রক্তদানে এগিয়ে আসে।