গভীর রাতে ২০৮ নং জাতীয় সড়কের কমলপুর থানাধীন দূর্গাচৌমুহনি নাকা পয়েন্টে আড়াই কোটি টাকার ইয়াবা ট্যাবলেট গাড়ি সহ আটক করে তিন পাচারকারী কে। এরা হল, লিটন মিয়া,সমিনুল ইসলাম ও জাহির হুসেন। ঘটনা, গতকাল রাতে প্রায় আড়াইটা নাগাদ টি আর ০৪বিভি -০৬২৯ নম্বরের একটি দামি গাড়ি আসে নাকা পয়েন্টে। গাড়িতে ছিল তিনজন। নাকায় কর্তব্যরত পুলিশ গাড়ি সহ তিনজনকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে ছুটে যান এস ডি, পি ও সমুদ্র দেব্বর্মা, ও সি সঞ্জয় লস্কর ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট তথা ডি সি এম অমৃত চাকমা। তারা গিয়ে গাড়িতে তল্লাশি চালিয়ে ৯১. ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, করে। তারা সাথে লিটন মিয়া, সমিনুল ইসলাম ও জাহির হুসেন নামে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। আটক করা ইয়াবা ট্যাবলেট ‘র মূল্য প্রায় আড়াই কোটি টাকা। মোট প্যাকেট ছিল ৪৫৬ টি। তবে কমলপুর থানা গত একমাসে এই নিয়ে তিনটি অভিযানে সফল হয়। বলা বাহুল্য গাড়িটি কুমারঘাটের দিক থেকে আসছিলো।