করবুক বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত এলাকা ধনচন্দ্র উচুঁই পাড়ায় কংগ্রেস দলের এক ঘরোয়া সভায় ৯ পরিবারের ২৪ জন ভোটার বিজেপি ও ত্রিপ্রামা ছেড়ে কংগ্রেস দলে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা নিয়ে বরন করে নেই। উপস্থিত ছিলেন আদিবাসী কংগ্রেস দলের প্রদেশ সভাপতি শব্দ কুমার জমাতিয়া, উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি শান্তনু পাল প্রদেশ কংগ্রেস সম্পাদক কমল দেওয়ান, আদিবাসী কংগ্রেস প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ঝিলিম রিয়াং,ওবিসি ডিপার্টমেন্টের রাজ্য কমিটির সহ-সভাপতি প্রল্লাদ ঘোষ প্রমুখ্য।