কুমারঘাট DWS দফতরে বিশ্বকর্মা পূজায় বস্ত্রদান। আজ দেব শিল্পী বিশ্বকর্মা পূজা এই দিনটি সারা রাজ্যে জুড়ে ঘটা করে পুজিত হচ্ছে। তারওই অঙ্গ হিসাবে প্রতিবছরে বছরের ন্যায় এ বছরও কুমারঘাট পানিয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের উদ্যোগে নানা সামাজিক অনুষ্ঠান রাখা হয় এই দিনে। তার ব্যতিক্রম নয় এ বছর মঙ্গলবার কুমারঘাট পানির জল -ও স্বাস্থ্য বিধান দপ্তর ও কুমারঘাট ও ফটিকরায় এলাকার ঠিকাদারদের সন্মেলিত ভাবে বিশ্বকর্মা পূজার দিনে বস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কুমারঘাট ফটিকরায় এলাকার সমাজের যে সমস্ত পিছিয়ে পড়া গরিব দোস্তরা রয়েছেন তাদের মধ্যে ২০০ অধিক মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস , ছাড়াও উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস , কুমারঘাট পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শংকর দেব, কুমারঘাট পানিয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের SDO অলক দাস সহ অন্যান্য অতিথিরা। এক সাক্ষাৎকারে পানিয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের SDO অলক দাস জানান আগামী দিনেও এ ধরনের সামাজিক কর্মকান্ড জারি থাকবে পানিয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের তরফ থেকে।