দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে পুরুস্কার জিতে নিলেন শান্তির বাজার মহকুমার দুই জন।
দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক ও জেলার পরিবহন দপ্তরের উদ্দ্যোগে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত করা হয় এক আলোচনা সভা। সড়ক দুর্ঘটনার হার কমাতে প্রতি নিয়ত কাজ করে যাচ্ছে দক্ষিন জেলার পরিবহন দপ্তর। প্রতিনিয়ত রাজ্যে কম বেশি দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এই দুর্ঘটনা ঘটলে কিভাবে আইনের দারস্ত হয়ে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় ও দুর্ঘটনাগ্রস্থ লোকজনদের সাহায্য করে কিভাবে পুরষ্কার পাওয়া যায় তা নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার শান্তির বাজার মহকুমাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক আলোচনা সভা ও এক কর্মশালার আয়োজন করা হয়। আলোচনার মাধ্যমে পরিবহন দপ্তর থেকে জানানো হয় যে যদি কোনো অঞ্জাত পরিচয় যানবাহন দুর্ঘটনা ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তখন দুর্ঘটনায় দুর্ঘটনাগ্রস্থ লোকজন আহত হলে ৫০ হাজার টাকা ও নিহত হলে ২ লক্ষ টাকা পেতে পারে। এছাড়াও আইনগত ভাবে ফর্ম ফিলাপ করে এই সুযোগ সুবিধা পেতে পারে দুর্ঘটনা গ্রস্থ লোকজনেরা। অপরদিকে দুর্ঘটনাগ্রস্থ লোকজনদের চিকিৎসা পরিষেবা প্রদানে সাহায্যের হাত বারিয়ে দিলে রাজ্য সরকারের পক্ষ থেকে পুরষ্কার পাওয়া যায় বলেও জানান পরিবহন দপ্তরের আধিকারিকরা । বিগত দিনে দুর্ঘটনাগ্রস্থ লোকজনদের সাহায্য করার ফলে শান্তির বাজার মহকুমা থেকে দুই জনকে বাছাই করে আজকের অনুষ্ঠানে পরিবহন দপ্তরের উদ্দ্যোগে দুজনের হাতে ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। অপরদিকে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এইবারে বন্যায় সঠিকভাবে কাজ করার জন্য মহকুমা শাসকের কার্যালয়ের কর্মী সহ সিভিল ডিফেন্ডের টিম ও দমকল বাহিনীর কর্মীদের পুরুস্কিত করা হয় । পরিবহন দপ্তরের আজকের এই আলোচনা সভা ও কর্মশালায় উপস্থিত ছিলেন দক্ষিন জেলার জেলাশাসক শ্রীমতি স্মৃতা মল এম এস , অতিরুক্ত জেলাশাসক হেমন্ত দেববর্মা ,দক্ষিন জেলা পরিষদের নুতুন সভাধিপতি দীপক দত্ত, শান্তির বাজার মহকুমা শাসক মনোজ কুমার সাহা, দক্ষিন জোলার ডিষ্ট্রিক ট্রেন্সফোর্ট অফিসার সহ অন্যান্যরা।