নয়াদিল্লিতে মোসপি-র সম্মেলনে ত্রিপুরার দাবিকে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা।
পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক (MoSPI)-এর উদ্যোগে রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত রাজ্য সরকারের মন্ত্রীদের সম্মেলনে ত্রিপুরা রাজ্যের পরিকল্পনা (পরিসংখ্যান) দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা রাজ্যের পক্ষ থেকে অংশগ্রহণ করেন।এই গুরুত্বপূর্ণ সম্মেলনে মন্ত্রী শ্রী দেববর্মা রাজ্যে পরিসংখ্যান পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে ৪টি নতুন জেলা স্তরের পরিসংখ্যান অফিস স্থাপন এবং পর্যাপ্ত জনবল নিয়োগের জোরালো দাবি উত্থাপন করেন।মন্ত্রী জানান, “উন্নয়নের সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের জন্য নির্ভরযোগ্য ও সুগঠিত তথ্যভিত্তিক কাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি। রাজ্যের পরিসংখ্যান পরিকাঠামোর উন্নয়ন ‘উন্নত ভারত @২০৪৭’ রূপকল্প বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ ধাপ।”তিনি আরও বলেন, “এই ধরনের উদ্যোগ উত্তর-পূর্ব ভারতের মতো তুলনামূলকভাবে পিছিয়ে থাকা অঞ্চলগুলোকেও জাতীয় উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করবে এবং দেশের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
সম্মেলনে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা নিজ নিজ অঞ্চলের চাহিদা ও পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। পরিসংখ্যানভিত্তিক শাসনব্যবস্থা এবং তথ্যনির্ভর নীতিনির্ধারণের উপর গুরুত্বারোপ করা হয়।