শরৎ সংস্কৃতি পরিষদের উদ্যোগে আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫৯ তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়। আজ অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫৯ তম জন্ম জয়ন্তী। প্রতি বছরের মতো আজও রাজ্যের বিভিন্ন জায়গায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী প্রতিপালন করা হচ্ছে। এরই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের শরৎ সংস্কৃতি পরিষদের উদ্যোগে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫৯ তম জন্মজয়ন্তী উপলক্ষে শরৎচন্দ্রের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এই পরিসরে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শরৎ সংস্কৃতি পরিষদের সম্পাদক মিলন চক্রবর্তী দাবী করেছেন আজকের দিনে দাঁড়িয়েও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যথেষ্ট প্রাসঙ্গিকতা রয়েছে। আগামী দিনের সমাজ বিকাশের স্বার্থে যাতে করে সবাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে অনুসরণ করেন সে ব্যাপারে সকলকে বিশেষ করে শিক্ষক সমাজ এবং ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান রাখেন শ্রী চক্রবর্তী।। রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ