বিলোনিয়ায় সীতারাম ইয়েচুরির স্মরন সভায় উপস্থিত জিতেন চৌধুরী।
Belonia : 05.10.2024 ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির স্মরন সভা অনুষ্ঠিত হয় বিলোনীয়া। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে শনিবার দুপুর দুটো নাগাদ বিলোনীয়া পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় স্মরন সভা। সভায় বাসুদেব মজুমদার কে সভাপতি করে শুরু হয় সভার কাজ, সভার শুরুতে প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে কর্মসূচি তে উপস্থিত নেতৃত্ব থেকে কর্মী সমর্থক রা, শ্রদ্বার্ঘ কর্মসূচি শেষে এক মিনিট নীরবতা পালন করা,শোক প্রস্তাব পাঠ করেন সিপিআইএম মহকুমা কমিটির সদস্য অরুপ মজুমদার। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির আয়োজিত স্মরন সভায় আলোচনা বক্তারা বলেন সীতারাম ইয়েচুরি দেশের বামপন্থী, গনতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব ছিলেন, কঠিন পরিস্হিতিতে দলের মতাদর্শগত ভাবে দলের অবস্থান নিয়ে ভূমিকা পালন করে ছিলেন। সীতারাম ইয়েচুরির নীতি আদর্শ ও শিক্ষাকে পাথেয় করে,সকল কে এগিয়ে যাওয়ার আহ্বান রাখেন এবং ওনার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে এদিনের সভায় আলোচনা রাখেন সিপিআইএম নেতৃত্বরা।আয়োজিত স্মরন সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দল নেতা জীতেন চৌধুরী,সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলির সদস্য সুধন দাস, সিপিআইএম বিলোনীয়া মহকুমা সম্পাদক তাপস দও , বিধায়ক দীপংকর সেন, অশোক মিত্র, সহ অন্যান্য নেতৃত্বরা।