সংবাদ মাধ্যমের খবরের জেরে দিব্যাঙ্গন দুই ভাইকে সহযোগিতার জন্য এগিয়ে এলেন জেলা প্রশাসন ও শিশু সুরক্ষা কমিশন।
বিলোনিয়ার উত্তর সোনাইছড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর সোনাইছড়ি ইট ভাট্টা সংলগ্ন এলাকায় ঠাকুমার কাছে পালিত হচ্ছেন মাতৃ পিতৃহীন দুই দিব্যাঙ্গ শিশু সন্তান বিশ্বজিৎ দে (১৫) ও শুভজিৎ দে(১৩)। তাদেরকে দেখতে এবং তাদের খোঁজখবর নিয়ে সহযোগিতা করতে আগরতলা থেকে ছুটে এলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা সহ কমিশনের সদস্যা চামেলী সাহা, মৈত্রী দেব, ঝুমা বিশ্বাস এবং মনিকা দেববর্মা। তারা এখানে এসে কথা বলেন দিব্যাঙ্গ শিশুদের ঠাকুমার সাথে এবং বিস্তারিত খোঁজখবর নেন। তারপর শিশুসুরক্ষা কমিশনের চেয়ারম্যান শিশুদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে কথা বলেন দক্ষিণ জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রূপক মজুমদারের সাথে। তারপর তিনি জানান যে ইতিমধ্যেই দক্ষিণ জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং জেলা শাসক স্মিতা মল এম এস কাজ শুরু করেছেন। কিছুদিনের মধ্যেই দিব্যাঙ্গ এই দুই শিশু সন্তানকে বিশালগড়ের অভয়া মিশন হোমে পাঠানো হবে সরকারিভাবে। রাজ্যের বর্তমান সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশাসনিক প্রক্রিয়াকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা জানান সংবাদমাধ্যমে খবর দেখার পর ওনারা আজ এসেছেন শিশুদের কাছে এবং খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন। তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন যেখানে এই ধরনের ঘটনা আরও দেখা যাবে সাথে সাথে যেন রিপোর্ট করেন এবং উনাদেরকে জানান, তাহলে হয়তো এই ধরনের দিব্যাঙ্গদের জন্য কিছু করতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আর অল্প কয়দিনের মধ্যেই এই দুইজন দিব্যাঙ্গ ভাই বিশ্বজিৎ এবং শুভজিৎ এর নতুন ঠিকানা হতে চলছে বিশালগড়ের অভয়া মিশন হোম। সকলের একটাই প্রার্থনা তারা ভালো হয়ে উঠুক এবং সুন্দর জীবন হোক দুই ভাইয়ের।