আইনজীবী মামা ভাগিনার পর্দা ফাঁস , এই নিয়ে বিলোনিয়া আদালত চত্বরে তরজা তুঙ্গে।
বিলোনিয়া আদালতে সরকারি আইনজীবী সুব্রত ভট্টাচার্য্য এবং আইনজীবী ভাগিনা অনুরাগের পর্দা ফাঁস, –প্রতিনিয়ত বিভিন্ন এন ডি পি এস মামলায় কিভাবে এই যুগলবন্দী অভিযুক্তদের যাতাকলে ফেলে কামাই বাণিজ্য জাম্পেশ করছে তার বহিঃপ্রকাশ ঘটল বিলোনিয়া আদালতে, এমনিতে এন ডি পিএস মামলায় অভিযুক্তদের সাজা দেওয়া কষ্টকর কারণ পুলিশ এন্ডিপিএস মামলার ক্ষেত্রে চার্জসিট দিতে বিভিন্ন রকম ভুল যেমন করছে তেমনি বড় বড় লেনদেনের বিনিময়ে পুলিশ ইচ্ছা করে ভুল করে দেয় যাতে অভিযুক্তরা খালাস পায় এই ধরনের বহু অভিযোগ রয়েছে, এর মধ্যে যদি সরকারি আইনজীবী ও অভিযুক্তের আইনজীবী এক হয়ে যায় তাহলে আর আইন যে ধুলায় লুন্ঠিত হবে, এবং অভিযুক্তরা বেকসুর খালাসপাবে তা বলার অপেক্ষা রাখে না,মাত্র কিছুদিন পূর্বে সোনামুড়া আদালতে এক সরকারি আইনজীবী এন ডি পিএস মামলায় নিজ পকেট ভারী করতে গিয়ে চাকুরী হারালেন,এর পর ও শিক্ষা হয়নি সারা রাজ্যের সরকারি আইনজীবীদের, রাজ্য সরকার যেখানে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে, অপরদিকে সরকার কে বদনাম করতে কিছু সরকারি আইনজীবী নেশাকারবারীদের খালাস পাওয়ায় রাস্তা করছে মোটা অংকের লেনদেনের বিনিময়ে,একইভাবে বিলোনিয়া জেলাও দায়রা আদালতের সরকারি আইনজীবী সুব্রত ভট্টাচার্য ও ভাগিনা আইনজীবী অনুরাগ চক্রবর্তী কিভাবে এমডিপিএস মামলা গুলি রফাদফা করছে তার নমুনা দেখা গেল শুক্রবার ,আমন মিয়া নামে এক অভিযুক্তের ভাই জানায় ওর ভাই ইমান মিয়াএমডিপিএস 11/2024 মামলায় বর্তমানে জেল হাজতে, ওকে জামিনের বিনিময়ে এবং সরকারি আইনজীবীকে ফিস দেওয়ার নাম করে ধাপে ধাপে কী ভাবে টাকা নিয়েছে, শুধু যে একটি ক্ষেত্রে এমন নয় আরো বিভিন্ন মামলায় একইভাবে মানুষকে বিভ্রান্ত করে মামা ভাগিনা লুট বাণিজ্য চালাচ্ছে বিলোনিয়া জেলা আদালতে, এমনকি অভিযোগ জেলে এনডিপিএস আসামিদের সাথে রফা দফা এবং তাদের সাথে ভারি লেনদেন প্রতিনিয়ত চলছে।এদিন ভাইয়ের জামিন না হওয়া এবং লেনদেন নিয়ে পিপি সুব্রত ভট্টাচার্য ও আইনজীবী অনুরাগ চক্রবর্তীর সাথে বাগ বিতন্ডায় জড়ায় আমন মিয়া, একসময় কুবের বহিঃপ্রকাশে আমন মিয়া আইনজীবী অনুরাগ চক্রবর্তীর মোবাইল ছিনিয়ে নেয় ,পরবর্তীতে আদালতের অন্যান্য আইনজীবীদের মধ্যস্ততায় মোবাইলটি অনুরাগ চক্রবর্তীকে ফিরিয়ে দেয় এবং অনুরাগ 20000/(বিশ হাজার )টাকা ফিরিয়ে দে আমন মিয়াকে ,শনিবার এই ঘটনার জন্য এক সিনিয়র আইনজীবী কে দায়ী করে অনুরাগ চক্রবর্তী বিশ্রী ভাষায় গালিগালাজ করে, অনুরূপভাবে ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরও ফোন করে হুমকি দেয় এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করবেন বলে ও দেখে নেওয়ার হুমকি দেন ,পাশাপাশি পাশাপাশি লকমিশনে সাংবাদিকের নামে বিচার দেওয়ার হুমকি দেয় , সরকারি আইনজীবী এবং অভিযুক্তের আইনজীবীর এই ধরনের ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় বিলোনিয়া আদালত চত্বরে।