রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এিপুরা অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা এসোসিয়েশনের উদ্যোগে জনজমায়েত হয়ে এক বর্ণাঢ্য রেলী নিয়ে আগরতলা সদর ডি এম মহাশয়ের নিকট ছয় দফা দাবি সনদ তুলে দেওয়া হয়। বিগত বেশ কিছুদিন ধরেই ত্রিপুরা রাজ্যজুড়ে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের বেতন ভাতা বৃদ্ধি সহ সমসাময়িক বিভিন্ন দাবি আদায়ের দাবি পরিলক্ষিত হচ্ছে। একই রকম ভাবে আজ আগরতলাতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এসোসিয়েশনের উদ্যোগে এক বড়সড় শোভাযাত্রা সহ সদরের জেলাশাসকের কাছে ছয় দফা দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়।। মূলত জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এই দাবী সনদ তুলে দেওয়া হয় বলে জানা গেছে।এর আগে বিভিন্ন প্রান্ত থেকে অগণিত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে সমবেত হন এরপর এই রেলিতে অংশগ্রহণ করেন।গোটা আয়োজন সম্পর্কে দাবি করা হয়েছে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক গ্র্যাচুয়টি প্রদান করা সহ বেতন ভাতা বৃদ্ধি এবং সমসাময়িক মোট ছয় দফা দাবির ভিত্তিতে এই কর্মসূচি। পাশাপাশি আশা প্রকাশ করা হয় দুর্গাপূজার আগেই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কাদের মুখে হাসি ফোটানোর জন্য কিছু না কিছু ব্যবস্থা গ্রহণ করা হবে