সিপাহীজলা জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা ও গুরু সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার দিন বেলা একটায় অনুষ্ঠিত হয় বিশ্রামগঞ্জ বাজার স্থিত শচীন দেব বর্মন স্মৃতি কলা ক্ষেত্রে। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত এবং রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী জেলার অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। অবসরপ্রাপ্ত শিক্ষক সাহিত্যিক লেখক পুলিশ অফিসার খেলোয়াড় আশ্রমের পুরোহিত যারা সমাজে বিশেষ অবদান রেখেছেন এই সমস্ত গুরুজনদের অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। সিপাহীজলা জেলার ২৫ জন কে অনুষ্ঠানে গুরু সংবর্ধনা দেওয়া হয়। তাদেরকে ফুলের তোড়া রিশা শাল এবং মানপত্র দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দিতে গিয়ে সিপাহীজলা জেলা র তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ-অধিকর্তা পাঞ্চালী দেববর্মা বলেন মানব জীবনে গরুর ভূমিকা অপরিসীম। অন্ধকার থেকে আলোর পথ যারা দেখা য় তারাই গুরুজন। তবে মাতৃগর্ভ থেকে পৃথিবীর আলো দেখার পর প্রথম গুরুজন হল মা বাবা এরপর শিক্ষক শিক্ষিকার সহ অন্যান্যরা। গুরু র স্থান সবার উপরে। আলোচনা করতে গিয়ে জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন জেলায় আরো অনেক গুরুজন রয়েছে। সবার কাছে আমরা এখনো পোঁছাতে পারিনি। তাদের আশীর্বাদ আমরা নিতে পারিনি। আগামী দিনে আমরা সিপাহীজলা জেলার সমস্ত গুরুজনদেরকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করব। সিপাহীজলা জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং সিপাহী জেলা জেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত হয় গুরু পূর্ণিমা ও গুরু সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য গৌরাঙ্গ ভৌমিক মধুপুর রামকৃষ্ণ আশ্রমের মহারাজ এবং উত্তম চৌমনী তপোবন আশ্রমের মহারাজ। তাদেরকেও অনুষ্ঠানে দেওয়া হয় সংবর্ধনা।