বিশালগড় বাইপাস এলাকায় নেশা কারবারির আস্তানায় হানা দিয়ে দুটি বাইক উদ্ধার করলেও বিশালগড় থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নেশা কারবারিরা। উদ্ধার দুটি বাইকের মালিকের সন্ধানে বিশালগড় থানা পুলিশ।
ঘটনা মঙ্গলবার দুপুরে। বিশালগড় থানা পুলিশের কাছে খবর আসে বিশালগড় বাইপাস সড়ক এলাকায় একাধিক কারবারীরা বিভিন্ন রকম নেশা সেবন সহ যুবকদের কাছে নেশা বিক্রি করছেন। খবর পাওয়ার সাথে সাথে বিশালগড় থানার এএসআই প্রদীপ নট্ট সহ পুলিশ নেশা কারবারীর আস্তানায় হানা দেয়। পুলিশকে দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নেশা কারবারিরা। পরবর্তী সময়ে বিশালগড় থানার পুলিশ দুটি বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার দুটি বাইকের মালিকের সন্ধানে বিশালগড় থানা পুলিশ।