সোনামুড়া বন্দুকের গুলিতে আহত এক যুবক! ঘটনা সোনামুরা নদীর পাড় এলাকায়।। বর্তমানে আহত যুবক জিবি হাসপাতালে চিকিৎসাধীন। সোনামুড়াতে বন্দুকের গুলিতে আহত হয়ে এক যুবক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং দাবি উঠছে গোটা ঘটনার তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।ঘটনার বিবরণে জানা যায় জনৈক ইমরান হোসেন নামের এক গাড়ি চালক সোনামুড়াতে তার নিজের কোন এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন সেই সময়ে ভারত বাংলাদেশের সীমান্ত লাগুয়া এলাকাতে তার ওপরে গুলি এসে পড়ে এবং এর পরিপ্রেক্ষিতে সে আহত এবং রক্তাক্ত হয়/পরবর্তী সময়ে আহত ইমরানকে সোনামোড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এর পরবর্তী সময়ে তাকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ইমরানের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে এবং অবস্থা অনেকটা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছে।এভাবে সীমান্ত লাঘুয়া এলাকা যেখানে সীমান্ত রক্ষী বাহিনীর টহল থাকার কথা সেই জায়গায় গুলিবিদ্ধ হয়ে হওয়ার ঘটনা নিশ্চিত ভাবে তাৎপর্যপূর্ণ বলে একটা অংশের অভিমত।