আদৌ কি পাহাড়ে মহারাজা বিদ্যুৎ কিশোর দেববর্মার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন জনজাতিরা।TTAADC -র প্রশাসনের মূল ফটকের সামনে ভেঙে গুড়িয়ে দিলো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মর্মর মূর্তি। উত্তপ্ত পাহাড়, দুষ্কৃতিকারীরা TTAADC -র প্রশাসনের মূল ফটকের সামনে ভেঙে গুড়িয়ে দিলো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মর্মর মূর্তি। জানাযায় বিগত দুই বছর পূর্বে রাজমাতা বিভো কুমারী দেবীর হাত ধরে খুমলুঙ TTAADC-র প্রশাসনের মূল ফটকের সামনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি স্থাপিত হয়। গভীর রাতে দুষ্কৃতিকারীরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি ভেঙে চুরমার করে দেয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা খুমলুঙ এলাকায়। তাহলে আদৌ কি পাহাড়ে মহারাজা বিদ্যুৎ কিশোর দেববর্মার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন জনজাতিরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রাধাপুর থানার পুলিশ। ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত গেপ্তারের দাবি জানিয়েছেন TTAADC -র জন্ম জয়নগর জারুল বাঁচাই এলাকার এমডিসি গনেশ দেববর্মা সহ মথা দলের অন্যান্য নেতৃত্ব