বাংলাদেশ হিন্দু, চাকমা,সহ তিপরাসা দের উপর যে ধরনের বর্বরোচিত আক্রমণ সংঘটিত করা হচ্ছে তারই প্রতিবাদে Y T F এর উদ্যোগে বাংলাদেশ সরকারি হাই কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।। প্রথমে সার্কিট হাউস গান্ধী মূর্তির সামনে বিক্ষোব দেখানো হয়।। পরবর্তীতে মিছিল করে এসে ডেপুটেশন প্রদান করে।। ফের উত্তপ্ত বাংলাদেশ। এবার হিংসা ছড়াল বাংলাদেশের পাহাড়ি এলাকায়। সংঘর্ষে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাড়ায় পাড়ায় চলছে অগ্নিসংযোগ। পার্বত্য এলাকার তিন জেলায় ১৪৪ ধারা জারি করেছে ইউনুস সরকার। হিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুস।বুধবার খাগড়াছড়ি জেলায় একজনকে পিটিয়ে খুনের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদিন দিঘিনালা উপজেলায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। শুক্রবার এই হিংসা পাশের জেলা রাঙামাটিতেও ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত চারজন নিহত হয়েছেন। আহত শতাধিক। সংঘর্ষের সময় দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।প্রশাসন বলছে, হঠাৎ বৃহস্পতিবার দুপুরের পর থেকে দুই পক্ষের সংঘাতের গুজবে খাগড়াছড়ির দিঘিনালা সদরের থানা বাজার ও বোয়ালখালি বাজারের বাসিন্দাদের মধ্যে ভয় ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিকেল ৪টার দিকে এক পক্ষ মিছিল বের করলে অন্য পক্ষ বাধা দেয়। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও একটি মার্কেটে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুলিও চলে বলে অভিযোগ।সন্ধ্যার পর থেকে দিঘিনালা, পানছড়িসহ খাগড়াছড়ির বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।আমাদের প্রতিবেশী বাংলাদেশে ক্রমান্বয়ে সংখ্যালঘু হিন্দু , চাকমা সহ তিপ্রাসাদের উপর আক্রমণের বহর বৃদ্ধি পাচ্ছে। এই আক্রমণের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় দারুণভাবে প্রভাবিত হচ্ছে জনজীবন। প্রায় প্রতিনিয়ত আমাদের রাজ্য ত্রিপুরায় সংশ্লিষ্ট আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে জানিয়ে নানা প্রকারের কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ ওয়াই টি এফের উদ্যোগে বাংলাদেশ সরকারি হাইকমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এ ডেপুটেশন প্রদানের আগে সার্কিট হাউজের গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই বিক্ষোভ প্রদর্শন পরবর্তীতে মিছিল করে ডেপুটেশন প্রদান করা হয়। এই পরিপ্রেক্ষিতে সংগঠনের তরফ থেকে দাবি করা হয় বাংলাদেশের ক্রমান্বয়ে যেভাবে হিন্দু চাকমা সহ জনজাতিদের উপর আক্রমণ সংঘটিত করা হচ্ছে তা মেনে নেওয়া যায় না এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবিতেই তাদের আজকের এই কর্মসূচি। পাশাপাশি আজকের এই কর্মসূচি থেকে দাবী করা হয়েছে বাংলাদেশের গোটা পরিস্থিতির উপর প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নজর রয়েছে।