কালঘুমে বনাঞ্চল ফাঁকা করে কাঠ পাচার,
পুলিশের অভিযানে লরি বোঝাই কাঠ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, খোয়াই:
ত্রিপুরার বনাঞ্চল ফাঁকা করে নির্বিচারে মূল্যবান কাঠ পাচারের অভিযোগ ফের সামনে এলো। অভিযোগ উঠছে, বন দপ্তরের একাংশের আধিকারিক ও বনরক্ষীদের সঙ্গে পাচারকারীদের যোগসাজশে প্রতিদিনই বিপুল পরিমাণে কাঠ পাচার হচ্ছে।
মঙ্গলবার গভীর রাতে খোয়াইয়ের জাতীয় সড়কে পুলিশি অভিযানে এক লরি বোঝাই আশি ফুট মূল্যবান কাঠ উদ্ধার হয়। ঘটনায় লরির চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
📌 পুলিশের বর্ণনায়—
-
বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে খোয়াই থানার পুলিশ বেলফাঙ নাকা পয়েন্টে তল্লাশি চালাচ্ছিল।
-
আগরতলা থেকে আসা সন্দেহভাজন লরিকে থামার সংকেত দিলে সেটি বেপরোয়া গতিতে পালাতে থাকে।
-
পুলিশ ধাওয়া করে অবশেষে বাইজালবাড়ী থানার সামনে ব্যারিকেড বসিয়ে লরিটি আটক করে।
-
তল্লাশিতে মেলে বিভিন্ন জাতের মূল্যবান কাঠ, যা লরিতে লোড করা ছিল পাচারের উদ্দেশ্যে।
উদ্ধার হওয়া কাঠ ও লরিটি বন দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বনাঞ্চল রক্ষার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ভূমিকা নিয়েই এখন প্রশ্ন উঠছে। স্থানীয় মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে এই ঘটনায়।
👉 বনাঞ্চল ফাঁকা হওয়ার আশঙ্কা নিয়ে উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা বলছেন, দপ্তরের অভ্যন্তরে দুর্নীতি ও যোগসাজশে যদি এমনই চলতে থাকে, তবে অচিরেই বনভূমি বিপদের মুখে পড়বে।