জে আর বি টি পরীক্ষার ফলাফল নিয়ে তুলকালাম রাজ্য জুড়ে।
অভিযোগ জে আর বি টি পরীক্ষার ফলাফল নিয়ে তুলকালাম রাজ্য জুড়ে। শাসক দলের কর্মী সমর্থকেরা পেলো না চাকরি। চাকরির অফার নিয়ে বিবাদ দেখা দিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। ক্যামেরার সামনে এসে না বলতে পারলেও কমেন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন কর্মী সমর্থকেরা। জানা গেছে শাসক দলের বড় নেতা দের অতন্মীয় সজনের বাড়ি ঘরে চাকরির অফার গেলেও চাকরি দেওয়া হলো না উপযুক্ত ছেলে মেয়েদের। এমন জানা গেছে দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন জায়গায় একই পরিবারে দুইটি চাকরি দেওয়ার। কোন পরিবারে একটিও চাকরি নেই আবার কোন পরিবারের দুই দুইটি চাকরির অফার। অভিযোগ এই জে আর বি টি চাকরির অফার কেনা বেচা হয়েছে বড় নেতাদের কাছে যাঁরা টাকা দিতে পেরেছে ওদের ঘরেই চাকরির অফার গেয়েছে। এটাই কি রাজ্য সরকারে স্বৰ্চ নিয়োগ পক্রিয়া। প্রশ্ন তুলছে শাসক দলের কর্মীরা। বহু কর্মী বলছেন এর প্রতিবাদ নেওয়া হয়ে আগামী বিধান সভা নির্বাচনে। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে তাদের ভবিষৎ নিয়ে।