কাজ ও খাদ্যের দাবিতে উদয়পুরে অনুষ্ঠিত হয় মিছিল ও সভা। গোমতী জেলা সদর মহকুমা উদয়পুরে শনিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশনের ডাকে উদয়পুর জামতলা থেকে অনুষ্ঠিত হয় এক মিছিল। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদগুলো অবিলম্বে পূরণ করা সহ বিভিন্ন দাবিতে গোমতী জেলা সদর মহকুমা উদয়পুরে শনিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশনের ডাকে উদয়পুর জামতলা থেকে অনুষ্ঠিত হয় এক মিছিল। মিছিলটি জামতলা সিপিআইএম দলীয় কার্যালয় থেকে শুরু করে সেন্ট্রাল রোড, পুরানো মোটর স্ট্যান্ড, মহাদেব দীঘির পাড়, নিউ টাউন রোড হয়ে আবার জামতলা তে এসে শেষ হয়। মিছিল শুরুর আগে ছয়জনের এক প্রতিনিধি দল গোমতী জেলার জেলাশাসক তরিৎ কান্তি চাকমার নিকট জেলা শাসক বরাবর মুখ্যসচিবের এক ডেপুটেশন তুলে দেওয়া হয়। জামতলাতে শনিবার পথসভা বক্তব্য রাখতে গিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, রাজ্যে চলছে কাজ ও খাদ্যের সংকট। দিন দিন বাড়ছে শিক্ষিত অর্ধ শিক্ষিত বেকারের সংখ্যা। অথচ ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় আসার আগে বেকারের কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা আজও বাস্তবায়িত করতে ব্যর্থ। অথচ দেখা গেছে বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্য পদ পড়ে রয়েছে। বিদ্যালয় গুলিতে শিক্ষকের অভাব। ছাত্র আছে অথচ শিক্ষক নেই। অফিস আছে কর্মচারী। থানা আছে পুলিশ নেই। অন্যদিকে নেশা মুক্ত ত্রিপুরা এখন নেশায় আসক্ত হয়ে পড়েছে যুবসমাজ। ফলে রাজ্যে অসামাজিক কাজকর্ম বেড়ে গেছে। প্রতিদিন রাজ্যে অসামাজিক কাজ কর্ম বেড়ে গেছে। পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে পারছে না।তাই বেরে গেছে খুন, ধর্ষণ, রাহাজানি।এস পি ও পেটাচ্ছে এস ডি পি ও কে। ছাত্র পেটাচ্ছে শিক্ষকে। মূখ্যমন্ত্রী কে মানতে পারছে না তার দলের লোকেরা। রাজ্যের অরাজকতার বিরুদ্ধে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশনের পক্ষ থেকে রাজ্যের বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা,কাজ ও খাদ্যের দাবিতে সারা রাজ্যে যে আন্দোলন সংগঠিত হচ্ছে এর বিরুদ্ধে সব অংশের মানুষ কে সংগঠিত হবার আহ্বান জানানো হয় শনিবারের পথ সভায়।