যুব কংগ্রেসের এক্সিকিউটিভ কমিটির সাংগঠনিক বৈঠক রবিবার অনুষ্ঠিত হয় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে। আজকের এই বৈঠকে যুব কংগ্রেসের জেলা ও ব্লক সভাপতিরা অংশগ্রহণ করে। আজকের এই বৈঠক থেকে রাজ্যে ক্রমবর্ধমান নেশার বিস্তার সহ চাকরি নিয়ে দুর্নীতি এবং স্বজনপোষণের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন কর্মসূচি স্থির করে যুব কংগ্রেস নেতৃত্ব। অচিরেই তারা এই সকল বিষয় নিয়ে রাজ্যব্যাপী গণ আন্দোলন গড়ে তুলবে বলে জানান যুব কংগ্রেস রাজ্য সভাপতি নীলকমল সাহা।
