পেহেলগাঁও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশ জুড়ে দেখা দিয়েছে চরম উত্তেজনা। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার।
নিজস্ব প্রতিনিধি – প্রসেনজিৎ বৈদ্য, সাব্রুম।
পহেলগাঁও সাম্প্রতিক সন্ত্রাসবাদী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ত্রিপুরার সাব্রুম শহর সহ গোটা মহকুমা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং সীমান্ত এলাকায় কাঁটাতার পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা যায়, সেই লক্ষ্যেই শনিবার রাতে (২৬ এপ্রিল ২০২৫ ইং ) বিশেষ নিরাপত্তামূলক অভিযান পরিচালিত হয় সাব্রুম মহকুমার ভারত বাংলা সীমান্তবর্তী বৈষ্ণবপুর এলাকায়।
মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার এবং বিএসএফের ১১৪ নম্বর ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ড্যান্ট বসন্ত-এর নেতৃত্বে যৌথভাবে সীমান্ত এলাকা গুলিতে পেট্রোলিং সহ বাজার সার্চ, ভেইকেল চেকিং এবং স্থানীয় এলাকায় জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত করেন ।
ত্রিপুরার সাব্রুম শহর থেকে শুরু করে বাংলাদেশ লাগোয়া সীমান্তবর্তী অঞ্চলগুলিতে একযোগে বিএসএফ মোতায়েন করে কড়া নজরদারি চালানো হয়। বাজার এলাকা এবং জনবহুল স্থানে সন্দেহভাজন গাড়ি ও ব্যক্তিদের তল্লাশি করা হয়, এবং সাধারণ জনগণকে সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে সচেতন করা হয়।
সাব্রুমের পুলিশ সুপার নিত্যানন্দ সরকার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “সাম্প্রতিক ঘটনার জেরে ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চলে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। বিএসএফ এবং পুলিশের সম্মিলিত উদ্যোগে নিয়মিত টহল ও নজরদারি চালানো হচ্ছে, যাতে কেউ অবৈধভাবে সীমান্ত পার হতে না পারে এবং কোনরকম বিশৃঙ্খলা না ছড়ায়।” তিনি আরও জানান, মহকুমার সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে এবং কোনও ধরনের সন্দেহজনক ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়। স্থানীয় বাজারগুলিতে সন্দেহভাজন গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং জনগণকেও তাদের আশেপাশে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
সর্বস্তরের নিরাপত্তা বাহিনীর এই সম্মিলিত উদ্যোগ মহকুমায় সাধারণ মানুষের মনে স্বস্তি ও আস্থা ফিরিয়ে এনেছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের অভিযান আমাদের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। আমরা প্রশাসন ও বিএসএফের সঙ্গে সহযোগিতা করে চলবো।”
পরিশেষে, মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান, এই ধরনের যৌথ অভিযান চলমান থাকবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বদা প্রস্তুত থাকবে। রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ।