সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতা রাম ইয়ে চুড়ির প্রতি শ্রদ্ধা জানিয়ে খোয়াই শহরে সিপিআইএমের মৌন মিছিল। সিপিআইএম খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত মৌন মিছিলটি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে খোয়াই শহর পরিক্রমা শেষে সুভাষ পার্ক অঞ্চল কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এই দিন মৌন মিছিলের অগ্রভাগে ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, রাজ্য কমিটির সদস্য সুখেন্দু বিকাশ দে, সিপিএম নেতা বাবুল ঘোষ ।