আগরতলায় মহা সাড়ম্বরে পালিত হচ্ছে সিদ্ধিদাতা গণেশ পূজা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট :
রাজ্যে গত কয়েক বছর ধরেই ধুম পড়েছে গণেশ বন্দনায়। প্রতিবছর বাড়ছে পূজোর সংখ্যা। এবছরও মহা সাড়ম্বরে পালিত হচ্ছে সিদ্ধি-বুদ্ধির দেবতা ভগবান গণেশের পূজা। রাজধানী আগরতলাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে।
বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরোয়া আয়োজনে সর্বত্রই চলছে পূজার্চনা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী, সাংসদ, বিধায়ক সহ একাধিক জনপ্রতিনিধি শহরের নানা পূজা মণ্ডপের উদ্বোধনে শামিল হয়েছেন।
পূজা মণ্ডপে ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন
বুধবার সকালে ঢাক-ঢোল, শঙ্খধ্বনি আর বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পূজার সূচনা হয়। শহরের বিভিন্ন প্যান্ডেলে পুরোহিতদের নেতৃত্বে ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয়েছে পূজা-অর্চনা। পুষ্পাঞ্জলি, আরতি ও প্রসাদ বিতরণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
শুধু পূজার্চনাই নয়, সন্ধ্যায় বিভিন্ন মণ্ডপে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান—ভক্তিমূলক সংগীত, শিশুদের নৃত্য পরিবেশনা প্রভৃতি। এতে তরুণ প্রজন্মের অংশগ্রহণ উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করেছে।
নিরাপত্তা ও প্রশাসনিক উদ্যোগ
পুজো উপলক্ষে শহরের নানা পূজা মণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশও বিশেষ নজরদারি চালাচ্ছে, যাতে ভক্তদের কোনওরকম অসুবিধা না হয়।
সামাজিক উদ্যোগে আলোকিত প্রতাপগড়
শহরের পাশাপাশি টাউন প্রতাপগড়েও সাড়ম্বরে পালিত হয়েছে গণেশ চতুর্থী। এ উপলক্ষে আয়োজিত পূজা ও সমাজকল্যাণমূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ তথা বিজেপি নেতা রাজীব ভট্টাচার্য্য। স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের উদ্যোগে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। গরিব ও দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে পূজাকে আরও অর্থবহ করে তোলা হয়েছে।
সাংসদ রাজীব ভট্টাচার্য্য বলেন—
“গণেশ চতুর্থীর মূল বার্তা হলো শুভ সূচনা ও অন্তরে পবিত্রতা। সমাজসেবামূলক কার্যক্রম এই পূজাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলছে।”
পুরাণ ও পূজার মাহাত্ম্য
পুরাণ মতে, এই দিনেই মহাদেব ও দেবী পার্বতীর পুত্র গণেশের জন্ম হয়েছিল। তাই দিনটি গণেশ চতুর্থী নামে পরিচিত। তিনি হলেন বিঘ্নহর্তা তথা সকল বাধা দূরকারী এবং সিদ্ধিদাতা যিনি সাফল্য দান করেন। হিন্দু সংস্কৃতিতে যেকোনো শুভ কাজ শুরুর আগে গণেশ পূজা অপরিহার্য।
এই বছর চতুর্থীর তিথি শুরু হয় ২৬ আগস্ট সন্ধ্যায় এবং শেষ হয় ২৭ আগস্ট বিকেল ৩টা ৪৪ মিনিটে। সেই হিসেবে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার পর্যন্ত পালিত হয়েছে গণেশ পূজা।
উৎসবের আবহ
আগরতলার নানা প্রান্তে ছোট-বড় মণ্ডপে রঙিন আলোকসজ্জা, থিমভিত্তিক প্যান্ডেল ও ঐতিহ্যবাহী আয়োজন ভক্তদের আকর্ষণ করছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে সর্বত্র। ফলে গোটা আগরতলা শহরজুড়ে এখন উৎসবের আবহে মোড়া।