সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে পেঁচারতলেও বুদ্ধ ধর্মালম্বীতে দ্বারা আয়োজিত ফুল বিজু , ফুল ভাসিয়ে উপভুক্ত বুদ্ধের উদ্দেশ্যে আগামী বছরের প্রত্যেকের মঙ্গল কামনা এবং প্রত্যেকের শোক শান্তি ও সমৃদ্ধি কামনা করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।,এই উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও পেচারতলের উদয়ন বুদ্ধ বিহার থেকে দেও নদীতে ফুল ভাসিয়ে দেওয়া হয়।,এদিন ভোর পাঁচটা ৩০ মিনিটে পঞ্চশীল গ্রহণ তারপর সকাল ৬ ঘটিকায় এক বর্ণাঢ্য শুভ যাত্রার মধ্য দিয়ে প্রায় তিন হাজারের লোকের সমাগমের উপস্থিতে সবার মঙ্গল কামনার্থে এবং বিক্ষু সংঘের সূত্রপাত দ্বারা দেও নদীতে গিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। ,এদিনের মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেঁচারতল বিধানসভা কেন্দ্রের বিধায়ীকা তথা রাজ্যের মন্ত্রী সান্তনা চাকমা,। এছাড়াও উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সম্পাদক প্রদুষ কান্তি দেওয়ান ।,মন্দিরের সহ সম্পাদক বিনয় প্রিয় চাকমা,বিমল দেওয়ান , প্রশান্ত চাকমা, নয়ন্ত মোহন চাকমা, মলয় চাকমা, তন্ময় চাকমা, সহ অন্যান্য রা। এইদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।