নিজেদের ব্যর্থতা আড়াল করতে বাইক মালিককে চোর বলছে পুলিশ ! পরপর দুই বাইক চুরি বিশালগড়ে।
জানা যায় গতকাল রাতে বিশালগড় থানাধীন ধ্বজনগর এলাকায় বিল্লাল মিয়ার বাড়ি থেকে TR07A9137 নাম্বারের একটি বাইক চুরি হয়। পরবর্তী সময়ে বৃহস্পতিবার সকালে বিল্লাল মিয়া বিশালগড় থানায় চুরির অভিযোগ দায়ের করতে গেলে বিশালগড় থানার কর্মরত দারগাবাবু কপিল পাল বিল্লাল মিয়ার সাথে দুর্ব্যবহার করেন এমনকি বেশি কথা বলে লকআপে ঢুকে রাখবো বলে অভিযোগ করেন বিল্লাল মিয়া। জানা যায় বাইক চুরি হওয়া ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরবর্তী সময়ে বৃহস্পতিবার দুপুরে বিল্লাল মিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই চুরি কান্ডের সাথে বিশালগড় থানার দারগাবাবু কপিল পাল জড়িত রয়েছে বলে অভিযোগ করেন। গত কাল দারগাবাবু কপিল পালের নাইট ডিউটি ছিল উনি পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ করলেন। অপরদিকে এলাকার জনগণ জানান বিশালগড়ে বৃদ্ধি পাচ্ছে চুরির ঘটনা। বিশালগড়ের জনপ্রিয় বিধায়ক সুশান্ত দেব প্রশাসনকে শক্ত হাতে দমন করার জন্য আহ্বান রাখেন।