বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ কালে সীমান্ত থেকে বকুল আক্তার (৩০) নামে এক মহিলাকে আটক করে বিএসএফ। তার বাড়ি ঢাকার নূরপুরের মুন্সীগঞ্জ এলাকায়। পিতা- মিয়া হোসেন। সাংসারিক বা পারিবারিক ভাবে স্বামী বিচ্ছেদ হওয়া এই মহিলা বর্তমানে দুই সন্তানের জননী। বুধবার রাত ৯:৪০ মিনিটের সময় বক্সনগর বিওপির অন্তর্গত মধ্যবক্সনগর পঞ্চায়েত এলাকার ভারত- বাংলা সীমান্ত থেকে অর্থাৎ ভারতীয় সীমান্তে প্রবেশ কালে বিএসএফ জোয়ানরা তাকে আটক করে। আটক কালে তার সাথে শুধুমাত্র একটি মোবাইল এবং মোবাইলের বেশ কিছু সরন্জাম পাওয়া যায়। তার সাথে থাকা অপর এক যুবতী সকিনা আক্তার পালিয়ে যায়। আটককৃত মহিলার বক্তব্য অনুযায়ী, তাদেরকে সীমান্তে পারাপারের ক্ষেত্রে সহযোগিতা করেছেন কলমচৌড়া থানার অন্তর্গত মধ্যবক্সনগর এলাকার বাসিন্দা মাইন উদ্দিন, পিতা- মনু মিয়া। এবং বক্সনগর দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা আলম মিয়া, পিতা- রেনু মিয়া। তিনি ভারতের কেরালা রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলেন বলে জানিয়েছেন