দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া সুভাষ নগর এলাকায় পারিবারিক ঝামেলার জেরে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। বড় ভাই সুবল দেবনাথ ছোট ভাই পরিমল দেবনাথের উপর এসিড নিক্ষেপ করেন। এতে পরিমল দেবনাথের একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যায়। আহত অবস্থায় পরিমল দেবনাথকে প্রথমে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে তাঁকে স্থানান্তরিত করা হয় শান্তির বাজার জেলা হাসপাতালে। শনিবার হাসপাতাল থেকে ছুটি নিয়ে সোজা বিলোনিয়া থানায় পৌঁছে বড় ভাই সুবল দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিমল দেবনাথ জানান, এক মাস আগে বড় ভাই সুবল দেবনাথ নাকি তাঁর ছেলের বউকে মারধর করে। সেই ঘটনার জেরে মহিলা থানায় মামলা হয় এবং পরবর্তীতে সুভাষ নগর পঞ্চায়েতে মীমাংসা হয়। কিন্তু তার পর থেকেই সুবল দেবনাথ নেশাগ্রস্ত অবস্থায় নিয়মিত অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
শুক্রবার সন্ধ্যায় কারণ জানতে চাইতেই হঠাৎ এসিডের বোতল নিয়ে ছোট ভাইয়ের উপর হামলা চালায় বড় ভাই। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।