অক্ষয় তৃতীয়ায় আগরতলার স্বর্ণবাজারে উপচে পড়া ভিড়, ধর্মীয় বিশ্বাস ও অফারের মেলবন্ধনে অলংকার কেনার ধুম
আগরতলা, ৩০ এপ্রিল: বিশুদ্ধ হিন্দু পঞ্জিকা মতে, আজ অক্ষয় তৃতীয়া। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিনে স্বর্ণ ক্রয় করলে তা চিরস্থায়ী কল্যাণ বয়ে আনে। এই ধর্মীয় তাৎপর্যকে কেন্দ্র করে আজ রাজধানী আগরতলার বিভিন্ন স্বর্ণালংকারের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
দীর্ঘদিনের বিশ্বাস আর ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর লোভনীয় অফারের যুগপৎ প্রভাবে আজ অলংকার বিক্রির দোকানগুলিতে ক্রেতাদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে আগরতলার খ্যাতনামা স্বর্ণ ব্যবসায়ীরা অক্ষয় তৃতীয়াকে সামনে রেখে নানা আকর্ষণীয় ছাড় ও অফার নিয়ে এসেছে, যা ক্রেতাদের আরও আকৃষ্ট করেছে।
দোকানের কর্ণধাররা জানিয়েছেন, ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে তারা বৈচিত্র্যপূর্ণ অলংকারের পসরা সাজিয়েছেন। অন্যদিকে, ক্রেতাদের মতে, ধর্মীয় বিশ্বাসের সঙ্গে যুক্ত বিশেষ ছাড় তাদের এই দিনে অলংকার কেনার প্রতি উৎসাহী করেছে।
সব মিলিয়ে বলা যায়, অক্ষয় তৃতীয়ার ধর্মীয় মাহাত্ম্য ও বিপণন কৌশলের সমন্বয়ে রাজধানী আগরতলা সহ আশপাশের এলাকাগুলোর স্বর্ণালংকার ব্যবসায় চাঙ্গা আবহ তৈরি হয়েছে।