খোয়াই নদীর ভাঙ্গন রোধে সরকারের উদ্যোগ সরেজমিনে খতিয়ে দেখলেন বিধায়িকা কল্যাণী রায়
খোয়াই, ৩০ এপ্রিল: বর্ষা মরশুমের আগেই নদীভাঙ্গন প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপগুলি খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে গেলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।
প্রতি বর্ষায় খোয়াই নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে নদীর পাড় ভেঙে ক্ষতিগ্রস্ত হয় তীরবর্তী এলাকা ও সেখানকার মানুষ। এই সমস্যা সমাধানে রাজ্য সরকার আগেভাগেই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে। সেই প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতেই মঙ্গলবার ৩নং ওয়ার্ডের নদীতীরবর্তী এলাকায় যান বিধায়িকা।
পরিদর্শনের সময় বিধায়িকার সঙ্গে উপস্থিত ছিলেন ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররাও। পরিদর্শন শেষে বিধায়িকা জানান, “রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মাণিক সাহার প্রতি আমরা কৃতজ্ঞ। তাঁর নেতৃত্বে রাজ্যের বিভিন্ন নদীভাঙ্গন সমস্যার সমাধানে কাজ চলছে। টেন্ডার হয়েছে, কাজও দ্রুতগতিতে এগোচ্ছে।”
তিনি আরও জানান, বর্ষার আগে এলাকায় ড্রেন নির্মাণ, প্যারাসিটিং, বোল্ডার ফেলা সহ অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে পূর্ত দপ্তর, ওয়াটার রিসোর্স দপ্তর এবং পৌর পরিষদকে সঙ্গে নিয়ে একটি যৌথ পরিদর্শন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।