সিপিআইএম সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যুতে উদয়পুরে শোক মিছিল। প্রচন্ড বৃষ্টি মধ্যে শনিবার উদয়পুরে সিপিআইএম- র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যুতে অনুষ্ঠিত হয় এক সুখ মিছিল। গরিব শ্রমজীবী মানুষের লড়াইয়ের অন্যতম সেনাপতি সীতারাম ইয়েচুরি কে হারানোর শোকে শুভ যাত্রা উদয়পুর সিপিআইএম জামতলা বিভাগীয় অফিস থেকে বের হয়ে সেন্ট্রাল রোড, পুরানো মোটর স্ট্যান্ড, মহাদের দিঘির পাড়, নিউ টাউন রোড হয়ে জামতলাতে এসে শেষ হয়। শনিবারে এই পদযাত্রা উপস্থিত সংখ্যা ছিল চোখে পড়ার মতো। প্রয়াত সীতারাম ইয়েচুরির শোক মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রতন ভৌমিক, সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত, নিখিল দাস, রাজিব সেন সহ অন্যান্য নেতৃত্বরা ছিলেন শোক মিছিলে। অসময়ে চলে গেছেন সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। শনিবার তার দেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণার স্বার্থে দান করা হবে দিল্লির এইমস হাসপাতাল। তিনি প্রথম সিপিআইএম পার্টি সাধারণ সম্পাদক ছিলেন যা সম্পাদক থাকাকালীন প্রয়াত হয়েছেন। তারাপাল মৃত্যুতে তার অকাল মৃত্যুতে দেশে কমিউনিস্ট আন্দোলন বড় ধরনের আঘাত হয়েছে বলে সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রতন ভৌমিক এই কথাগুলো বলেন। গত ১৯শে আগস্ট দিল্লি এইমস হাসপাতালে ভর্তি হন। প্রথম থেকে আইসিইউ তেই ছিলেন। শেষে কয়েকদিন তা শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে থাকে। কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাস চালু রাখা হয়েছিল। কিন্তু ওষুধ/ কৃত্রিম শ্বাসযন্ত্র ও আর তাকে সুস্থ রাখা যায়নি বলে উল্লেখ করেন রতন ভৌমিক। ১৯৫২ সালে ১২ ই আগস্ট তার জন্ম। আর ২০২৪, ১২ই সেপ্টেম্বর তার মৃত্যু। এই সময় সীতারাম ইয়েচুরি চলে যাওয়া দেশ রাজ্য তথা কমিউনিস্ট আন্দোলনের বিরাট ক্ষতি হয়েছে। তিনি রেখে গেছেন স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে।