বিজেপির সদস্যতা অভিযানে যোগ দিতে রাজ্যে এলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত কুমার গৌতম।
গোটা রাজ্যেই জোর কদমে চলছে বিজেপির সদস্যতা অভিযান। এবছর রাজ্য থেকে ১২ লাখ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে প্রদেশ বিজেপি। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ সভাপতি, সাংসদ, বিধায়ক, একেবারে বুথ স্থরের কার্যকর্তাদের দায়িত্ব সমঝে দেওয়া হয়েছে। অনলাইন অফলাইন দুই পদ্ধতিতেই চলছে সদস্যপদ সংগ্রহ অভিযান। বুধবার রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযানে শামিল হন বিজেপির সর্বভারতীয় সাধারন সম্পাদক দুষ্মন্ত কুমার গৌতম। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক দীপক মজুমদার সহ অন্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত কুমার গৌতম বলেন, ছয় বছর অন্তর অন্তর বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচি পালন করা হয়। তখন পূর্বের সদস্যতা বাতিল হয়ে যায়। এবছর ত্রিপুরায় ১২ লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৭ লক্ষ সদস্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। দলের কর্মী ও সমর্থকদের সহায়তায় বিজেপি সরকার এভাবে এগিয়ে যাচ্ছে। সর্বত্রই মানুষের ইতিবাচক সাড়া পরিলক্ষিত হচ্ছে। গত ছয় বছরে ভারতীয় জনতা পার্টির সরকার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের প্রভুত উন্নয়ন হয়েছে। আরও একাধিক প্রকল্পের কাজ চলছে, নর্থ ইস্টকে স্বর্গদ্বার বানাতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে এই কাজে সককের সহযোতিতা প্রয়োজন। অন্যদিক বিজেপি বর্তমানে বিশ্বের সবচাইতে বড় রাজনৈতিক দল, এই দলের সদস্য হওয়া নিজের মধ্যেই একটা গর্বের বিষয় বলেও উল্লেখ করেন দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক দুষ্মন্ত কুমার। এখনো যারা সদস্যতা গ্রহন করেননি তাদের অনলাইনে নিজের মোবাইল ফোন ব্যবহার দলের সদস্য হওয়ার আহ্বান জানান তিনি।