ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি বিভাগের উদ্যোগে পোস্ট অফিস চৌমুহনীতে অবস্থিত কংগ্রেস দলের কার্যালয়ে আজ এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন নেতৃত্ব দের সাথে কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা প্রমূখ উপস্থিত ছিলেন। দিনের এই সভায় সমসাময়িক পরিস্থিতির আলোচনা পর্যালোচনা সাপেক্ষে সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে ব্যাপক আলোচনা করা হয়।নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন দাবি করেন এই সময়ের মধ্যে গোটা দেশে বিজেপির শাসনে সংবিধান আক্রান্ত, পার্লামেন্টে বিজেপি দলের অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ সংবিধান সহ সংবিধান রচয়িতার প্রতি অনৈতিক আচরণ করেছেন বলে আজ আরো একবার অভিযোগ করেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। সংবিধানের বক্তব্য অনুযায়ী গোটা দেশে আজকের দিনে ধর্ম নিরপেক্ষতা শব্দটা আক্রান্ত এবং জাতিতে জাতিতে হানাহানির পরিবেশ তৈরি হয়েছে বলে বিধায়ক শ্রী রায় বর্মন দাবি করেন। এই অবস্থায় সমস্ত ধর্মকে দেশের ধর্মনিরপেক্ষতার আদর্শ রক্ষায় এবং সার্বিকভাবে সংবিধান রক্ষায় এগিয়ে আসার আহ্বান রাখেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা।