ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর !
কৈলাশহর ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় হান্নান মিয়ার একমাত্র বসতঘর। হঠাৎ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে।
ঘরের ভেতরে থাকা দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন আরও ছড়িয়ে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে কৈলাশহর দমকল দপ্তরের কর্মীরা এলেও সংকীর্ণ রাস্তার কারণে গাড়ি নিয়ে পৌঁছাতে পারেননি। পরে পাম্প মেশিন কাঁধে করে এনে পাশের পুকুরের জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনাস্থলে উপস্থিত হন কৈলাশহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী এবং পঞ্চায়েত সদস্যরা।
দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, বৃষ্টির পর হঠাৎ বিদ্যুৎ সংযোগ ফেরায় শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
এই ঘটনায় পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।